ফতোয়া বোর্ড
তাযকিয়া ফাউন্ডেশনের একটি নিজস্ব ফাতওয়া বোর্ড রয়েছে। এটি দেশবরেণ্য একদল প্রবীণ ও নবীন মুফতি ও গবেষক 'আলিমদের সমন্বয়ে গঠিত। বিশ্বনন্দিত 'উলামায়ে কিরাম কর্তৃক রচিত ও সংকলিত গ্রন্থের একটি উন্নত ও সমৃদ্ধ গবেষণাগার রয়েছে এ ফাউন্ডেশনের।
পৃথিবী ও সমাজ সদা পরিবর্তনশীল। পরিবর্তনের এ ধারায় জগতে নিত্য নতুন এমন সব ঘটনা পরিলক্ষিত হচ্ছে যা পূর্বে সংঘটিত হয়নি। ফলে নতুন সমস্যা ও জটিলতার উদ্ভব হচ্ছে।
অত্র ফাউন্ডেশনের ফাতোয়া বোর্ড সমসাময়িক অত্যাবশ্যকীয় নানাবিধ জটিল মাসয়ালার সমাধান প্রণয়নে ফিকহে হানাফির আলোকে গবেষণা কার্যক্রম পরিচালনা করে ফতোয়া প্রদান করে থাকে।
ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধায়নে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় সুচারুরূপে যাবতীয় গবেষণাকর্ম সম্পন্ন হয়। গবেষণালব্ধ ফলাফল সিরাজাম মুনীরা প্রকাশনীর মাধ্যমে পুস্তক আকারে প্রকাশিত হয়। এবং বিভিন্ন মাধ্যেমে এগুলো সর্বসাধারণের নিকট পৌঁছে দেয়ার প্রয়াস চালানো হয়।
সদস্য ওলামায়ে কিরাম
১. মুফতী মাওলানা মুহাম্মাদ আমির হুসাইনসাবেক প্রধান ফকীহ, ফরাজীকান্দী উয়েসিয়া কামিল মাদরাসা, মতলব উত্তর, চাঁদপুর।
২. মুফতী মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলামসাবেক অধ্যক্ষ, সাকরাল সিনিয়র মাদরাসা, মেহেন্দীগঞ্জ, বরিশাল।
৩.মুফতী মাওলানা মুহাম্মাদ রুহুল আমীনপ্রধান মুহাদ্দিস, রামগঞ্জ রব্বানীয়া কামিল মাদরাসা, রামগঞ্জ, লক্ষ্মীপুর।
৪.মুফতী মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহউপাধ্যক্ষ, বরগুনা দারুল উলুম কামিল মাদরাসা, বরগুনা সদর, বরগুনা।
৫.মুফতী মাওলানা মুহাম্মাদ আবুল বাশারসহকারী অধ্যাপক, দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসা, নারিন্দা, ঢাকা।খতিব, মধ্যমপাড়া আশ্রাফপুর জামে মাসজিদ, কুমিল্লা সদর, কুমিল্লা।
৬. মুফতী মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম যশোরীমুহাদ্দিস, রামগঞ্জ রব্বানীয়া কামিল মাদরাসা, রামগঞ্জ, লক্ষ্মীপুর।খতিব- মসজিদ-ই আহসানীয়া, গাজীপুর।
৭. মুফতী মাওলানা মুহাম্মাদ ওয়ালী উল্লাহউপাধ্যক্ষ, খেপুপাড়া নেছারউদ্দিন ফাযিল মাদরাসা, কলাপাড়া, পটুয়াখালী।
৮. মুফতী মাওলানা মুহাম্মাদ নিয়াজ মাহমুদপ্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর-১৪, ঢাকা।
৯. মুফতী মাওলানা মুহাম্মাদ জাকারিয়াপ্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর-১৪, ঢাকা।
১০. মুফতী মাওলানা মুহাম্মাদ জাহিনুল হাসানপ্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা।
১১. মুফতী মাওলানা মুহাম্মাদ মানজুর হুসাইন খন্দকারখতিব- দক্ষিণ বাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা।
১২. মুফতী মাওলানা মুহাম্মাদ নিয়াজ মাহমুদইনস্ট্রাকটর, শরীয়া বোর্ড, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ।খতিব- শাহ কবীর মাজার মসজিদ, উত্তরখান, ঢাকা।
১৩. মুফতী মাওলানা মুহাম্মাদ আবুল হুসাইনসাবেক খতিব- দক্ষিণখান জামে মসজিদ, উত্তরা, ঢাকা।লেখক ও গবেষক- হাসান বুক ডিপো ও জননী পাবলিকেশন্স।
১৪. মুফতী মাওলানা মুহাম্মাদ জাফর আলীআরবি প্রভাষক, রামপুরা আদর্শ আলিম মাদরাসা, চাঁদপুর।খতিব- সেকদী পুরানবাড়ী জামে মসজিদ, চাঁদপুর।
১৫. মুফতী মাওলানা মুহাম্মাদ হুসাইন আল আজহারীগবেষণা কর্মকর্তা, সুফী মিজান গবেষণা কেন্দ্র, চট্টগ্রাম।
১৬. মুফতী মাওলানা মুহাম্মদ শফিকুল্লাহপেশ ইমাম ও খতিব- সারুলিয়া বাজার জামে মসজিদ, ঢাকা।