খানকায়ে মাদানিয়া কাসেমিয়া
কার্যক্রম
ইলমে শরী‘য়াত ও ‘ইলমে মা‘রেফাতের তা‘লীম, তাওয়াজ্জুহ্, লত্বীফার যিকির, মুরাক্বাবা, ঈসালে ছাওয়াব, মীলাদ মাহফিল ও ইসলামী পর্বসমূহ উদযাপন।সাপ্তাহিক তা‘লীম ও তাওয়াজ্জুহ্ মাহফিল
প্রতি বৃহস্পতিবার বাদ ‘আসর।‘ইলম দুই প্রকার।
এ সম্পর্কে হাদীস শরীফে বর্ণিত আছে
হযরত হাসান আল-বাসরী (রাদিয়াল্লাহু ‘আনহু) হতে বর্ণিত, রসূলুল্লাহ্ ﷺ বলেছেন: “ ‘ইলম দু’প্রকার। ১. ‘ইলমুল ক্বালব (‘ইলমে মা‘রেফাত), আর উহাই হচ্ছে উপকারী ২. ‘ইলমুল লিসান। আর উহা বান্দাদের কাছে আল্লাহর যাত ও সিফাতের দলীল।” (মুসান্নাফু ইবনি আবী শায়বাহ, হাদীস নং ৩৪৩৬১) হাদীসে কারীমা প্রমাণ করে যে, ‘ইলম দু’প্রকার।প্রথম প্রকার ‘ইলমে শরী‘য়াত (কুরআন, হাদীস) যা মুখস্থ করতে হয় এবং ব্রেইনের সাথে সম্পর্কিত। উহা উস্তাদের ব্রেইন থেকে জবানের মাধ্যমে ছাত্রের ব্রেইনে সংরক্ষিত হয়।
দ্বিতীয় প্রকার ‘ইলমে মা‘রেফাত। যা ক্বালবের সাথে সম্পর্কিত। উহা শায়খের তাওয়াজ্জুহ্ এর মাধ্যমে শায়খের ক্বালব থেকে সালেকের ক্বালবে আসে। যার ফলে সালেকের ক্বালবের জিকির থেকে শুরু করে মোকাশাফার মাধ্যমে বাক্বা বিল্লাহ পর্যন্ত মা‘রেফাতের সবকসমূহ হাসিল হয় এবং পরিপূর্র্ণ আত্মশুদ্ধি লাভ করা যায়। অতএব সকল প্রকার যিকরে লিসান বা মৌখিক যিকির ‘ইবাদাত শরী‘য়াতের ‘অন্তর্ভূক্ত। আর ক্বালবের যিকির মা‘রেফাতের অন্তর্ভূক্ত।
মৌখিক যিকির শরী‘য়াত এবং ক্বালবের যিকির মা‘রেফাত।
মা‘রেফাত
পরিচিতি:“যে ‘ইলমের মাধ্যমে আল্লাহ তা‘য়ালা এবং তাঁর হাবীব (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর দীদার ও কুরবাত হাসিল হয় তাকে ইলমে মা‘রেফাত বলে।”