তরুণদের পথ প্রদর্শনে বহুমূখী কার্যক্রম
তরুণদের পথ প্রদর্শনে আমাদের কার্যক্রমসমূহ:
১. তরুণদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে তাযকিয়া ফাউন্ডেশন মানুষের আখলাকের সাথে সংশ্লিষ্ট প্রায় অর্ধশতাধিক পিডিএফ ফাইল প্রণয়ন করেছে।
২. তরুণদের মাঝে পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে তাযকিয়া ফাউন্ডেশন “ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা” শিরোনামে কুরআন-হাদিসের দলিল ভিত্তিক একটি ফাইল প্রণয়ন করেছে।
৩. পিতা-মাতার প্রতি তরুণদের দায়িত্ব ও কর্তব্য বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে তাযকিয়া ফাউন্ডেশন “পিতা-মাতার হক” শিরোনামে কুরআন-হাদিসের দলিল ভিত্তিক একটি ফাইল প্রণয়ন করেছে।
৪. সুদ, ঘুষ মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মান করার লক্ষ্যে তরুণদেরকে জাগিয়ে তোলার জন্য তাযকিয়া ফাউন্ডেশন “সুদ, ঘুষ ও ঋণ” শিরোনামে কুরআন-হাদিসের দলিল ভিত্তিক একটি ফাইল প্রণয়ন করেছে।
৫. তরুণদের নৈতিক অবক্ষয় রোধে তাযকিয়া ফাউন্ডেশন “মাদক ও নেশা গ্রহণকারীর পরিণতি” শিরোনামে কুরআন-হাদিসের দলিল ভিত্তিক একটি ফাইল প্রণয়ন করেছে।
৬. আমাদের তরুণ-তরুণীদেরকে ব্যবিচারের মতো ভয়াভহ অন্যায় থেকে বাচানোর লক্ষ্যে তাযকিয়া ফাউন্ডেশন “ইসলামে পর্দার গুরুত্ব” শিরোনামে কুরআন-হাদিসের দলিল ভিত্তিক একটি ফাইল প্রণয়ন করেছে।
৭. আমাদের তরুণদেরকে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে সতর্ক করার লক্ষ্যে তাযকিয়া ফাউন্ডেশন “প্রতিবেশির হক” শিরোনামে কুরআন-হাদিসের দলিল ভিত্তিক একটি ফাইল প্রণয়ন করেছে।
৮. আমাদের তরুণদেরকে আত্মীয়স্বজনদের হকের ব্যাপারে সতর্ক করার লক্ষ্যে তাযকিয়া ফাউন্ডেশন “আত্মীয়তার সম্পর্ক” শিরোনামে কুরআন-হাদিসের দলিল ভিত্তিক একটি ফাইল প্রণয়ন করেছে।
৯. আমাদের তরুণদেরকে সকল কবিরা গুনাহের ব্যাপারে সতর্ক করার লক্ষ্যে তাযকিয়া ফাউন্ডেশন “এক নজরে কবিরা গুণাহের তালিকা” শিরোনামে কুরআন-হাদিসের দলিল ভিত্তিক একটি ফাইল প্রণয়ন করেছে।
১০. সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মান করার লক্ষ্যে তরুণরা যাতে অন্যের গীবত, পরনিন্দা থেকে মুক্ত থাকে সে লক্ষ্যে তাযকিয়া ফাউন্ডেশন “গীবতের ভয়াবহ পরিনাম” শিরোনামে কুরআন-হাদিসের দলিল ভিত্তিক একটি ফাইল প্রণয়ন করেছে।
১১. আমাদের তরুণ সমাজকে আত্মমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার মানসিকতা তৈরির লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে ভলেন্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ দিচ্ছে।
১২. মুমূর্ষ রোগীদের রক্তের প্রয়োজনে নিজে রক্ত দেওয়ার মানসিকতা তৈরির লক্ষ্যে তাযকিয়া ফাউন্ডেশন ডোনারদের থেকে রক্ত কালেকশন করে তরুণদের মাধ্যমে হাসপাতালে পৌঁছে দিচ্ছে।
১৩. প্রাকৃতিক দুর্যোগের সময় তাযকিয়া ফাউন্ডেশন দুর্যোগপূর্ণ এলাকায় ত্রান পৌঁছে দেওয়ার কাজে তরুণদেরকে ভলেন্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ দিচ্ছে।
১৪. গৃহহীন মানুষের প্রতি মমত্ববোধ তৈরির করার লক্ষ্যে তাযকিয়া ফাউন্ডেশন দুর্যোগপূর্ণ এলাকার গরিব মানুষদের জন্য পুনর্ভাষণ কার্যক্রমে ভলেন্টিয়ার হিসেবে তরুণদের কাজ করার সুযোগ দিচ্ছে।
১৫. আমাদের সমাজে গরিব মেধাবী তরুণ শিক্ষার্থীদেরকে তাযকিয়া ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার সুযোগ দিচ্ছে।
১৬. অসচ্চল, গরীব তরুণ শিক্ষার্থীদেরকে তাযকিয়া ফাউন্ডেশন বই কেনা বাবদ নগদ অর্থ প্রদান করছে।
১৭. তরুণ গরীব শিক্ষার্থীদেরকে তাযকিয়া ফাউন্ডেশন বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করছে।
১৮. তরুণ গরীব, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদেরকে তাযকিয়া ফাউন্ডেশনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে।
১৯. গরীব, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের তাযকিয়া ফাউন্ডেশন কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করছে।
২০. তাযকিয়া ফাউন্ডেশন কো-কারিকুলামের আওতায় তরুণ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের ইসলামিক প্রতিযোগিতার আয়োজন করছে।
২১. তরুণ ইয়াতিম শিক্ষার্থীদের জন্য তাযকিয়া ফাউন্ডেশন বিনামূল্যে থাকা, খাওয়া ও পড়ালেখার যাবতীয় ব্যবস্থা করছে।
আমাদের কার্যক্রমসমূহঃ