মারকাযুল বুহূছিল ইসলামিয়্যাহ্

তায্‌কিয়া ফাউন্ডেশনের একটি শাখা প্রতিষ্ঠান হচ্ছে মারকাযু বুহূছিল ইস্‌লামিয়্যাহ্। মারকায শব্দের মানে হচ্ছে কেন্দ্র। আর বুহূছ শব্দটি বাহ্‌ছ শব্দের বহুবচন। এর অর্থ হচ্ছে গবেষণা। মারকাযুল বুহূছিল ইসলামিয়্যাহ্ এর অর্থ হচ্ছে ইসলামী গবেষণার কেন্দ্র।
ইসলামী বিভিন্ন বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচারলনা করাই এ প্রতিষ্ঠানের কাজ। এখানে বিষয়ভিত্তিক কুরআন, সুন্নাহ ও ফিকহে হানাফির আলোকে গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। আহ্‌লুস্ সুন্নাত ওয়াল্ জামা‘য়াতের মূলনীতির আলোকে বিশুদ্ধ ‘আক্বীদা, ‘আমল ও আখলাক্ব সম্পর্কিত বিষয়সমূহ এখানে গবেষণার জন্য প্রাধান্য দেয়া হয়। গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য এর রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাকার। যেখানে স্থান পেয়েছে আরব দেশের অনেক বিরল কিতাবসহ প্রয়োজনীয় সব কিতাব। যা গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল করেছে।
image

মারকাযুল বুহূছিল ইসলামিয়্যাহ্ (উলামায়ে কেরামগণ গবেষণায় ব্যস্ত)

গবেষণার জন্য আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তাও গ্রহণ করা হয়। তাই বিভিন্ন কিতাবের সফট কপি থেকেও সহায়তা নেয়া হয়। উইকিপিডিয়াসহ গুগলের বিভিন্ন কন্টেন্ট থেকেও এখানে সহায়তা নেয়া হয়ে থাকে।
গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য এখানে নিয়মিত নিষ্ঠাবান, দক্ষ লোক নিয়োগ দেয়া হয়েছে। তাই নিয়মিত গবেষণা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে।
গবেষণা কার্যক্রমের সার্বিক নির্দেশনা এবং সার্বক্ষণিক সময় যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন এ ফাউন্ডেশনের মুহতারাম চেয়ারম্যান মহোদয়। তাঁর অক্লান্ত পরিশ্রমের কারণে গবেষণা কার্যক্রম সুচারু রূপে পরিচালিত হচ্ছে।
image
তাযকিয়া ফাউন্ডেশন একটি শিক্ষা ও সমাজ সংস্কারমূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। যা সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শুধুমাত্র আল্লাহ রব্বুল আ‘লামিনের সন্তুষ্টি এবং তাঁর প্রিয় হাবীব এর নৈকট্য অর্জন করার লক্ষ্যে পরিচালিত।

লাইভ মাহফিলসমূহ

পডক্যাস্ট

সচরাচর জিজ্ঞাসা

যোগাযোগ

ডোনেট

মাসায়িল

কমিউনিটি

ফটো গ্যালারী

সাবস্ক্রাইব করুন
mail-image

copywrite-image

Tazkia Foundation 2024

Terms and ConditionsReturn and RefundPrivacy Policy