মাদানিয়া নূরানিয়া হাফিযিয়া মাদরাসা
তাযকিয়া ফাউণ্ডেশনের অন্যতম শাখা প্রতিষ্ঠান হচ্ছে মাদানিয়া নূরানিয়া হাফিযিয়া মাদরাসা। এই মাদরাসাটি ফরাজিকান্দি, মতলব, চাঁদপুর এ অবস্থিত। মাদরাসা পরিচালনার দায়িত্বে রয়েছেন জনাব মুহাম্মাদ 'আবদুল আজিজ সাহেব। তাযকিয়া ফাউণ্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাহেবের অধীনে তিনি মাদরাসার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন। মাদরাসায় শিক্ষক রয়েছেন ৮ জন; ছাত্র রয়েছে প্রায় ২০০ জন; এবং একজন বাবুর্চি রয়েছেন। মূল মাদরাসা ভবনটি ৩০০০ স্কয়ার ফিটের উপর অবস্থিত দোতলা একটি কমপ্লেক্স। এর সামনে একটি খেলার মাঠ এবং বড় একটি পুকুর রয়েছে। আশেপাশে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে।
মুহ্তারাম চেয়্যারম্যান মহোদয়ের হাতে মাদরাসায় হাফেজদের পাগড়ী বিতরণ
তাছাড়া, আলাদা রান্নাঘর, স্টোর রুম, এবং শিক্ষার্থীদের অবিভাবকদের জন্যে ওয়েইটিং রুম রয়েছে যা মাদরাসা কমপ্লেক্সের বাহিরে। মহিলা অবিভাবকগন যাতে পর্দা রক্ষা করেই তাদের সন্তানদের সাথে সময় কাটাতে পারেন, এ জন্যে শুধুমাত্র মহিলা অবভাবকদের জন্যে বড় একটি ঘর আলাদা করে নির্মান করা হয়েছে। খাবারের পানির জন্যে দুটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। মাদরাসায় আবাসিক শিক্ষার্থীদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে।
আর, খাবারের মান এবং ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত যা যে কোন পরিদর্শকের নজর কাড়তে সক্ষম। এছাড়া আর রয়েছে উন্নত স্যানিটারি টয়লেটের ব্যবস্থা। মাদরাসা কমপ্লেক্সের ভিতরে টয়লেটের পাশাপাশি বাহিরেও আলাদা ১২ টি টয়লেট বিশিষ্ট একটি বিল্ডিং স্থাপন করা হয়েছে। টয়লেটগুলো পাকা এবং টাইলস করা যাতে তা কারোও জন্যে আনহাইজেনিক হয়ে না যায়। সর্বোপরি, মাদরাসার সার্বিক ব্যবস্থাপনা অনেক উঁচু মানের। মাদরাসার বেশীরভাগ স্টুডেন্টই গরীব পরিবারের; সে হিসেবে তাদের দেখাশুনা, পড়াশুনার ব্যাপারে মাদরাসা কতৃপক্ষ অত্যন্ত সজাগ দৃষ্টি রাখেন যাতে একজন গরীব, ইয়াতিম বা অসহায় শিশুও শিক্ষা থেকে বঞ্চিত না হয়।
তাযকিয়া ফাউণ্ডেশনের একটি উদ্দেশ্য হচ্ছে হাফেজ এবং 'আলেমদের উন্নত একটি টিম গঠন করা, যাতে দেশে বিদেশে আল্লাহ্ সুবহানাহু তা'য়ালার একমাত্র মনোনীত ধর্ম ইসলামের খেদমত করে পরকালীন সফলতা লাভ করা যায়।
তাই, আমাদের সকল পরিকল্পনা এবং আয়োজন সম্পূর্ণ ব্যতিক্রম যা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সাদৃশ্য রাখে না।